ফুলতলায় টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

প্রকাশঃ ২০১৭-০৭-১০ - ১৯:২০

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের অধিনে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের দায়িত্ব এবং স্থানীয় পর্যায়ে কর আহরণ বৃদ্ধি সংক্রান্ত এক কর্মশালা সোমবার সকাল ১০টায় ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শরীফ মোহম্মদ শিপলু ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইউপি সচিব এস এম রজিবুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নজির হোসেন, ইউপি সদস্য মিসেস কেয়া খাতুন, বেগম শামসুন্নাহার, আকলিমা বেগম, সরদার আব্দুর রহমান, মহাসিন আলী বিশ্বাস, গাজী আলমগীর হোসেন, মোঃ ইব্রাহীম গাজী, কায়েস সরদার, মাসুদ পারভেজ মুক্ত, নজরুল ইসলাম শেখ, কবির মহলদার, তাতীলীগ নেতা ইমরানুর রহমান বিপ্লব, শিক্ষক মোঃ নুরুজ্জামান সরদার, রুপা খাতুন প্রমুখ।