ফুলতলায় থ্রি-হুইলার চলাচলের দাবিতে মানববন্ধনঃ ৫ শতাধিক চালকের পরিবার অনাহারে

প্রকাশঃ ২০১৯-০৭-০৪ - ১৭:১৩

ফুলতলা অফিসঃ খুলনা যশোর মহাসড়কের ফুলতলা শেষসীমানা থেকে পথের বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় থ্রি-হুইলার চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ড এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন কমূসূচি পালিত হয়।

ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সোসাইটির সহসভাপতি রবিন বসু। কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ওয়ার্কার্স পার্টি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গাজী নওশের আলী। বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাহিদুল ইসলাম মোল্যা, শ্রমিক নেতা ওয়াহিদ মুরাদ পিন্টু, সনজিৎ বসু, মারুফ মোল্যা, শিক্ষক সুবোধ বসু, মনিরুল ইসলাম সরদার, সুমন মোল্যা, বণিক নেতা মাসুম শেখ, তারেক হাসান নাইচ, আলমগীর খান, রকিবুল ইসলাম, শাহিন শেখ, ইলিয়াস মোল্যা, তৈহিদুর রহমান মিলন প্রমুখ। প্রসঙ্গতঃ পথের বাজার-ফুলতলা টু শেষসীমানা পর্যন্ত থ্রি-হুইলার ও ইজিবাইক চলাচলে সম্প্রতি উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করায় থানা পুলিশ ১লা জুলাই থেকে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করে দেয়। ফলে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতকারী সাধারণ জনগণের যাতাযাতে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তাছাড়াও গাড়ী চালাতে না পারায় এই এলাকায় ৫ শতাধিক থ্রি-হুইলার-ইজিবাইক ও ভ্যানচালক পরিবার অনাহারে ও অর্ধহারে দিন কাটাচ্ছে। ফুলতলার সর্বস্তরের জনগণ বিলম্বে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মহাসকের ফুলতলা শেষসীমানা থেকে পথের বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় থ্রি-হুইলার চালু রাখার দাবি জানান।