ফুলতলায় বাল্য বিবাহে ভ্রাম্যমান আদালতে অভিযানঃ কনের পিতা ও ভ‚য়া কাজীর ৬ মাসের কারাদন্ড

প্রকাশঃ ২০১৯-০৮-২৩ - ২০:১৪

ফুলতলা অফিসঃ খুলনার ফুলতলা ইঞ্জিঃ কামাল উদ্দিন হাই স্কুলের ৮ম শ্রেণির কিশোরী ছাত্রী শারমিন খাতুন (১৪) এর গায়ে হলুদ সম্পন্ন। পবিত্র জুম্মা’র নামাজের পর প্রীতিভোজ। পিতা আমিরুল বিশাসের ফুলতলার যুগ্নিপাশা গ্রামস্থ বাড়িতে আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু। একই গ্রামের আলী আকবর মোড়লের পুত্র কলেজ ছাত্র (ভ‚য়া কাজী) মোঃ মাসুদুর হাসান (২২) বিবাহ রেজিষ্টার বহিতে কনের নাম ঠিকানা লেখা সবে শুরু। গোটা বিয়ে বাড়ি বর পক্ষের আগমনের প্রহর গুনছে। কিন্তু বিপত্তি দেখা দেয় অন্যখানে। বাল্য বিয়ের খবর পেয়ে বর পক্ষ পৌছানোর আগেই ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিমেষ বিশ্বাস ও ওসি মোঃ মনিরুল ইসলাম পৌছিয়ে যান বিয়ে বাড়িতে। প্রমান মিলে ৮ম শ্রেণির কিশোরী ছাত্রী শারমিন খাতুনকে বাল্য বিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়াও একই গ্রামের ভ‚য়া কাজী মোঃ মাসুদুর হাসান পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার বিবাহ রেজিষ্টার বহি সংগ্রহ করে বিবাহ রেজিষ্ট্রি প্রক্রিয়া চালাচ্ছিল। ভ্রাম্যমান আদালত কনের পিতা আমিরুল বিশ্বাস (৪৫) ও ভুয়া কাজী মোঃ মাসুদুর হাসানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, এসআই মধুসূধন পান্ডে, ইউপি সদস্য কবিতা খাতুন, আলী আজম মোহন প্রমুখ।