ফুলতলায় বিদেশী কোম্পানীর আত্মসাৎকৃত মালামাল উদ্ধারঃ আটক ৪

প্রকাশঃ ২০১৯-০৯-০৪ - ২২:০১

ফুলতলা অফিসঃ খুলনার ফুলতলায় প্রতারণার মাধ্যমে বিদেশী কোম্পানীর কাছ থেকে ২ লক্ষাধিক টাকার আত্মসাৎকৃত মালামাল গতকাল সন্ধ্যায় জামিরা বাজার থেকে পুলিশ উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৭ আগষ্ট খুলনার ডুমুরিয়া উপজেলার বিলপাটিলার বেলায়েত হোসেনের পুত্র ইমন ওরফে সুমন (৩৫) ও হাসান (৩৬) গাজীপুর জেলার সাভারস্থ চায়না কোম্পানী ইউপিন প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজে গিয়ে ১ লাখ ৩৫ হাজার পিচ অনটাইম প্লেটের অর্ডার দেয়। অর্ডারকৃত মালামালের মূল্য বাবদ ২ লাখ ৯ হাজার টাকা মাল পৌছালেই পরিষদ করা হবে উল্লেখ করা হয়। গত সোমবার বেলা ১১টায় ট্রাক যোগে অর্ডারকৃত মালামাল ফুলতলার আলকাস্থ চর পুকুর এলাকায় পৌছালে সুমন ও হাসান ট্রাক থামিয়ে মালামাল নছিমনে উঠাতে শুরু করে। এ সময় কোম্পানীর বিক্রয় প্রতিনিধি শহিদুল্লাহ মূল্য পরিশোধের দাবি করলে ব্যাংক থেকে টাকা দেয়া হবে বলে তাকে মটর সাইকেলে তুলে আনে। কৌশলে তাকে ফুলতলা বাজারে লোকজনের ভিড়ের মধ্যে নামিয়ে দিয়ে তারা সটকে পড়ে। এ সময়ের মধ্যে ট্রাক থেকে মালামাল আনলোড করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে কোম্পানীর লোকজন এসে মালামালের সন্ধায় পেয়ে থানায় মামলা (নং-৪, তারিখ-৪/০৯/১৯ইং) দায়ের করলে থানা পুলিশ জামিরা ইউনিয়ন পরিষদের সামনে একটা গুদাম থেকে সমুদয় মালামাল উদ্ধার করে। এ সময় ঐ ঘটনায় জড়িত এজাহারভ‚ক্ত আসামী ইমন ওরফে সুমন, হাসান, ফুলতলার ডাউকোনা গ্রামের ওমর সরদারের পুত্র এনায়েত সরদার (২৮) ও পিপরাইল গ্রামের মৃতঃ সরোয়ার আকুঞ্জীর পুত্র এনামুল হক (৩০) কে আটক করা হয়।