ফুলতলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশঃ ২০১৭-০৭-১১ - ১৭:৪৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ “জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৭ উদযাপন উপলক্ষ্যে খুলনার ফুলতলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক র‌্যালী ও আলোচনা সভা মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড নাসরিন আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঃ মজিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুষেন হালদার, ওসি (তদন্ত) সানোয়ার হুসাইন মোঃ মাসুম। স্বাগত বক্তৃতা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দা সুমাইয়া বুশরা, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ সেলিম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কিশোর আহম্মদ, রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সুশীলন কর্মকর্তা মাফিয়া আফরিন রুমা, স্বাস্থ্য সহকারী সাবরিনা খাতুন, জিল্লুর রহমান, জাহানারা খাতুন, মঞ্জুুরুল ইসলাম, ইমারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সেরা কর্মী হিসাবে রওশন আক্তার ও সেরা পরিদর্শক নিরোজা আক্তার বানুকে পুরস্কৃত করা হয়।