ফুলতলায় বীর মুকিযোদ্ধার ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশঃ ২০১৯-০৮-১৮ - ১৯:৪২

ফুলতলা অফিসঃ খুলনার ফুলতলায় উত্তরডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিহাব উদ্দিন এবং যুগ্নিপাশা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিন এর পিতা বীর মুক্তিযোদ্ধা একেএম বাশার টিটো (৬৫) এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। রোববার বিকালে ফুলতলার বেজেরডাঙ্গাস্থ আকিজ নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে বীর মুক্তিযোদ্ধা টিটোর কফিনে জাতীয় পতাকা প্রদান করেন ভারপ্রাপ্ত ইউএনও অনিমেষ বিশ্বাস ও মুক্তিযোদ্ধা পতাকা প্রদান করেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এ সময় থানার এসআই জাহিদ হোসেনের নেতৃত্বে করুন সূরে ভিউগাল বাজিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাযা শেষে বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মাওঃ নাজমুল সাকিবের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, আশরাফ হোসেন আশু, আওয়ামীলীগ নেতা ইমাম হোসেন মোড়ল, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক মোঃ সেকেন্দার আলী, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক মুরাদ হোসেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনজেল সরদার, ফজলুল হক, কাজী শাহাদাৎ হোসেন, সুবোধ বসু, রফিউজ্জামান, সাহিদুল গাজী, আজগর হোসেন, মোফাজ্জেল হোসেন, শেখ আহাদ আলী, ইব্রাহীম কাগজী, আঃ মজিদ, শেখ আনছার আলী, করিম মোল্যা, বালা মিঞা, শিক্ষক সানোয়ার মোড়ল, আলম সরদার, মুক্তার হোসেন, আনোয়ার হোসেন বাবু, আঃ ওহাব,কবি সহিদুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গতঃ শনিবার দিবাগত রাত ১২টায় ফুলতলার মধ্যডাঙ্গাস্থ নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা টিটো হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও মুক্তিযোদ্ধা সহকর্মীসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।