ফুলতলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য সচেতনতামুলক কর্মশালা

প্রকাশঃ ২০২০-০২-২৬ - ২১:২১

ফুলতলা অফিসঃ বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামুলক এক কর্মশালা বুধবার সকাল ১০টায় ফুলতলা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, জনশক্তি ও কর্মসংস্থান খুলনার উপ-সহকারী পরিচালনক মোঃ ইকবাল হুসাইন, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রিয়াজ শরীফ, প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, সমাজসেবা অফিসার মোঃ শাহীন আলম, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস, উপজেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাশেম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রধান শিক্ষক অজয় চক্রবর্তী, মনিরা পারভীন, ইউপি সদস্য মিসেস কেয়া খাতুন, মাসুদ পারভেজ মুক্ত, আম্বিয়া বেগম, লাভলী বেগম প্রমুখ। কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহারের ঘোষনা অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে প্রতি উপজেলা হতে ১ হাজার জন যুব বা যুব মহিলাকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হবে।