ফুলতলায় ভ্রাম্যমান দুধ ডিম ও মুরগি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

প্রকাশঃ ২০২০-০৫-০৩ - ১৭:৩৯

তাপস কুমার বিশ্বাসঃ ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে রোববার সাড়ে ১০টায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শারীরিক দুরত্ব বজায় রেখে অসহায় খামারীদের সহায়তা প্রদানের লক্ষ্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মুরগি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন রায়, ডাঃ সুমাইয়া ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খামারী জসিম ফারাজি প্রমুখ।

এ সময় নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা বলেন, পর্যায়ক্রমে ফুলতলার ৪টি ইউনিয়নে স্বল্পমূল্যে সাধারণ জনগনের মাঝে দুধ ডিম ও মুরগি বিক্রয় করা হবে। উদ্বোধনী দিনে ফুলতলার দামোদর ইউনিয়নে খামারীদের নিকট ৫৪০ লিটার দুধ, ৩ হাজার ১শ’ ডিম এবং ৭শ’ ১০টি মুরগী বিক্রয় করা হয়। প্রথম দিনেই ১ লক্ষ ৯৭ হাজার, ৯শ’ ৫০ টাকা বিক্রয় হয়েছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন রায় জানান।