ফুলতলায় মাদক ব্যবসায়ী রাজা’র পায়ুপথ থেকে ইয়াবা উদ্ধারঃ ১ বছরের জেল

প্রকাশঃ ২০১৮-০৪-০৯ - ২১:৫৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সোমবার রাত ৮টায় ফুলতলা বাজারের ভিআইপি মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক রাজা (৪২) এর পায়ুপথ থেকে ইয়াবা উদ্ধারের পর তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত । সে ফুলতলা হাজী মার্কেটের সত্ত্বাধিকারী আঃ গনি মোড়লের পুত্র ও মাদকের ৫ মামলার আসামী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান ও এপিবিএন’র নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ফুলতলা বাজারস্থ জনতা মোবাইল লিঙ্কে অভিযান চালায়। এ সময় আঃ গনি মোড়লের উপস্থিতিতে তার মাদক ব্যবসায়ী পুত্র মোঃ আব্দুর রাজ্জাক রাজা’র দেহ তল্লাসীর এক পর্যায়ে তার পায়ুপথ থেকে ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হলে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। প্রসংগতঃ আঃ রাজ্জাক রাজা মাদকের ৫ মামলার আসামী। ভ্রাম্যমান আদালত তাকে একাধিকবার সাজা প্রদান করলেও আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে আসে। অভিযানকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন, পরিদর্শক সাইফুর রহমান রানা, পারভীন আক্তার, এপিবিএস’র এসআই জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।