ফুলতলায় মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশঃ ২০২০-০১-১০ - ২০:২৭

ফুলতলা অফিসঃ মুজিববর্ষের ক্ষণগণনার প্রথম প্রহর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুক্রবার সকালে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে কাউন্টডাউন যন্ত্র স্থাপন, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ আয়োজিত ও ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, কৃষি কর্মকর্তা মোছাঃ রীনা খাতুন, ওসি মোঃ মনিরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার রায়, মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, অধ্যাপক অচিন্ত কুমার ভৌমিক, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, অধ্যক্ষ আবু দাউদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আকরাম হোসেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ডাঃ সুমাইয়া ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক অজয় চক্রবর্তী, মনিরা পারভীন, বিমান নন্দী, মোশারফ হোসেন মোড়ল, আঃ হালিম, পীর মোহাম্মদ, মহাসিন বিশ্বাস, তাপস কুমার বিশ্বাস, গোলাম মোস্তফা, প্রেমচাঁদ দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সম্পাদক মোরাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষণগণনা কার্যক্রমের সম্প্রচার করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।