ফুলতলায় মুজিববর্ষের ৫০ হাজার বৃক্ষ রোপনের উদ্বোধন

প্রকাশঃ ২০২০-০৯-১৬ - ০১:২০

তাপস কুমার বিশ্বাসঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে গ্রিণ বেল্ট ফেইস-২ প্রকল্পের আওতায় দেশব্যাপী ১৯ লক্ষ ২০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৫০ হাজার বৃক্ষরোপন কর্মক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন এবং ইউএনও সাদিয়া আফরিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার, আওয়ামীগ নেতা মোঃ আসলাম খান, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, জান্নাতুল ফেরদৌস, রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, তথ্য কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান নন্দী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মহাসিন বিশ্বাস, তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান, বন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা অফিসার, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।