ফুলতলায় রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশঃ ২০১৭-০৯-০৮ - ২০:৩০

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ফুলতলায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শুক্রবার জুম্মাবাদ খুলনা যশোর মহাসড়কের চৌরঙ্গী মোড়ে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান এটিএম গাউসুল আযম হাদি, আওয়ামী লীগ নেতা মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ইউপি চেয়ারমম্যার শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলূ, আবু তাহের রিপন, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ড. মোঃ জাকির হোসেন. অধ্যাপক আঃ রউফ, প্রভাষক আঃ মান্নান মহলদার, বণিক নেতা মনির হাসান টিটো, সাইদ ওবায়েদ ডায়মন্ড, বিপ্লব গাজী, খতিব গাজী আল আমিন, সাইফুর রহমান, শেখ কবির হোসেন, মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, পলাশ ভূঁইয়া, কুদরত এলাহী, সুমন সরদার, জনি হোসেন প্রমুখ।