ফুলতলায় শহীদ শেখ রফি’র স্মরণে আলোচনা সভা

প্রকাশঃ ২০১৭-০৯-২৬ - ১৯:৩৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলায় শহীদ শেখ মোঃ রফি’র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শহীদ আসাদ রফি গ্রন্থাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগার সভাপতি শেখ আঃ মুন্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কমঃ আনছার আলী মোল্যা, গাজী নওশের আলী, অধ্যাপক আঃ রউফ, প্রভাষক গৌতম কুন্ডু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, আরিফুজ্জামান বাবলু, আঃ লতিফ মহলদার, কম: হামিদ মোড়ল, ডাঃ সরোজ কুমার সুর, পিয়ুজ কান্তি কুন্ডু, মানিক লাল কুন্ডু, শাহিনুর কবির, উল্লাস বিশ্বাস, মঈন উদ্দিন ময়না প্রমুখ। নেতৃবৃন্দ রফি স্মৃতি সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ গ্রহণের দাবি জানান।