ফুলতলায় সন্ত্রাসী বাহিনী কর্তৃক ব্যবসায়ীর জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ

প্রকাশঃ ২০২০-১১-১১ - ১৯:০০

ডেক্স রিপোর্টঃ ফুলতলায় একজন সাবেক মহিলা ইউপি সদস্যর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী নিয়ে ব্যবসায়ীর জমি দখল, সাইনবোর্ড উপড়ে ফেলা ও নির্মান শ্রমিকদের মারপিট এবং জীবন নাশের হুমকী দেয়ায় ভুক্তভোগি স্বপন কুমার কর ফুলতলা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে ফুলতলার দক্ষিণডিহি গ্রামে।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, দক্ষিণডিহি গ্রামের মৃতঃ বলাই চন্দ্র করের পুত্র ব্যবসায়ী স্বপন কুমার কর একই এলাকার মৃতঃ শংকর কুন্ডুর পুত্র দেবাশীষ কুন্ডুর নিকট থেকে গত ৭ জুলাই ২০২০ইং তারিখ ফুলতলা সাব রেজিষ্টার অফিসে ৮৪৩নং দলিলে উপজেলার তরতিবপুর মৌজার ৩৯৪ খতিয়ানের ১৩৪ ও ১৩৫ নং দাগে ৬৩ শতাংশ জমি তিনি ও তার স্ত্রী লিপি করের নামে খরিদ ও কবলা গ্রহণ করেন। দাতা দেবাশীষ কুন্ডুর পৈত্রিক জমি সঠিক ও নিষ্কন্টক থাকায় গত ২৮ জুলাই ফুলতলা ভ‚মি অফিস থেকে গ্রহিতার নামে রিকর্ড সম্পন্ন, খাজনা প্রদান করা হয়। খরিদকৃত জমিতে বাউন্ডারী ওয়াল নির্মানের কাজ চলতে থাকে। গত মঙ্গলবার বেলা আনুমানিক দেড়টার দিকে দামোদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মহিলা ইউপি সদস্য এবং তার ভাইয়ের নেতৃত্বে ৪/৫ জন দুর্বৃত্ত ঐ জমিতে গিয়ে জমি দখলের উদ্দেশ্যে সাইনবোর্ড উপড়ে ফেলে গালিগালাজ, নির্মান শ্রমিকদের মারপিট ও হত্যার হুমকী প্রদান করে। এ সময় ইলিয়াজ (৪০), পিপুল (৪২) ও ইমরুল (৫০) তাদের হামলায় আহত হন। থানার এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।