ফুলতলায় সন্ত্রাস মাদক ও ঘেরের মাছ চুরির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৯-১২-০৬ - ২০:১১

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও এলাকায় চুরি প্রতিরোধে খুলনার ফুলতলা গাড়াখোলা মাছ বাজার ঘের মালিক সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ শুক্রবার বিকালে দফাদারপুকুর বটতলায় অনুষ্ঠিত হয়। ঘের মালিক সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা অতিঃ পুলিশ সুপার মোঃ সজীব খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু। বত্তৃতা করেন বণিক নেতা রবিন বসু, সহকারী অধ্যাপক হারেজ আলী, ডাঃ সেকেন্দার আবু জাফর মোড়ল, মোঃ মহিউদ্দিন শেখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন লিনু, রফিকুল ইসলাম শেখ, আঃ সাত্তার মামুন, হুমায়ুন কবির, মতিয়ার রহমান, আজহার মোড়ল, প্রভাষক রাসেল বিশ্বাস, লুৎফর রহমান শেখ, সানোয়ার মোড়ল, কামরুল মোল্যা, ফিরোজ শেখ, আঃ হাই গাজী, লিটন গাজী, ফিরোজ মোড়ল, আবু বক্কার গোলদার, মিজানুর রহমান শেখ, ফারুক সরদার, নাসির মোল্যা, জুলফিকার শেখ প্রমুখ। সভায় এলাকাবাসী অভিযোগ করে বলেন, চিহ্নিত মাদক, অস্ত্র ও চুরির ৯টি মামলার আসামী রাজু বিশ্বাস জেলে থাকলেও তার অপর ৫/৭ সহযোগী এলাকায় সন্ত্রাস, মৎস্য ঘের থেকে মাছ চুরি ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদক ব্যবসা ও মাছ চোরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।