ফুলতলায় স্কুল ছাত্রকে অচেতন করে এনড্রয়েড সেট ছিনতাই

প্রকাশঃ ২০২০-১১-০২ - ২০:০২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ইমন আহমেদ শেখ (১৪) নামে এক স্কুল ছাত্রকে নাকে চেতনানাশক ঔষুধ দিয়ে ও পিটিয়ে সজ্ঞাহীন করে তার এনড্রয়েড সেট ছিনিয়ে নিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে রোববার রাত ৮টায় ফুলতলা উপজেলা পরিষদের পিছনে ভূঁইয়াবাড়ি মোড় এলাকায়। সে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র ও দামোদর ঋষিপাড়ার মৃতঃ শেখ ফেরদৌস হকের পুত্র।

পারিবারিক সূত্র জানায়, স্কুল ছাত্র ইমন মোবাইল ফোনে অনলাইন ক্লাস দেখার জন্য ফ্রি ইন্টারনেট সেবা পেতে সন্ধ্যায় উপজেলা চত্বরে যায়। রাত ৮টার তার বড় ভাই ইউসুফ এর ফোন পেয়ে বাসায় ফিরছিল। ভূঁইয়াবাড়ি মোড়ে পৌছালে অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা পিছন থেকে তার নাকে চেতনানাশক ঔষুধসহ নাক চেপে ধরে এবং পিটিয়ে সজ্ঞাহীন করে। এ সময় তার কাছ থেকে ১টি এনড্রয়েড সেট ছিনিয়ে নিয়ে অচেতন অবস্থায় পার্শ্ববর্তী একটি আম বাগানে ফেলে রেখে যায়। রাত আনুমানিক ২টার দিকে তার জ্ঞান ফিরলে সে বাড়িতে পৌছায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রসঙ্গতঃ সম্প্রতি একটা চক্র ঐ এলাকায় ছিনতাই, বøাকমেইল এবং দেনা-পাওনাদারদের জিম্মি করে আর্থিক মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। ফলে নিরিহ এলাকাবাসি তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে।