ফুলতলা ও দামোদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৫-২৮ - ১৮:৫৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলা ও দামোদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট-২০১৮-১৯ এর খসড়া বাজেট সভা সোমবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ফুলতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মাশরুবা ফেরদৌস। খসড়া বাজেট পেশ করেন ইউপি সচিব তানভীন আক্তার ডলি। বেলা সাড়ে ১১টায় দামোদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেস ইউএনও মাশরুবা ফেরদৌস, সনাক খুলনার সভাপতি আনোয়ারুল কাদির, প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক। বাজেট পেশ করেন সচিব মোঃ রাজিবুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন ইউপি সদস্য সরদার আঃ রহমান। মোঃ ইমরান হোসেনর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টিআইবি’র প্রোগাম ম্যানেজার রাজেশ অধিকারী, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নজির হোসেন, চামেলী মল্লিক, ইউপি সদস্য মিসেস কেয়া, বেগম শামসুন্নাহার, আলী আযম মোহন, আকলিমা বেগম, হাসিনা বেগম হাসি, সোনালী বেগম, কবিতা খানম, মহিউদ্দিন শেখ, রবিউল ইসলাম, বকতিয়ার হোসেন, শেখ আঃ রশিদ, মাসুদ পারভেজ মুক্ত, ইব্রাহিম গাজী, আলমগীর হোসেন গাজী, মহাসিন বিশ্বাস, শেখ নজরুল ইসলাম, মোঃ মাজেদ শেখ, ইবাদ আলী মোড়ল, মোঃ ইয়াছিন, শাহাজাহান মোল্যা, জসিম ফরাজী, মোমেনা বেগম, রুপা বেগম, জেসমিন বেগম, এস এম মাসুদ করিম, নবেরা বিবি প্রমুখ।