ফুলতলা বাসষ্ট্যান্ডে স্পীড ব্রেকারের দাবিতে মতবিনিময় সভা

প্রকাশঃ ২০২০-০২-০১ - ২০:৩৪

ফুলতলা অফিসঃ খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ড এলাকায় স্পীড ব্রেকারের দাবিতে এক মতবিনিময় সভা শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সম্পাদক কম. আনছার আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, আলহাজ্ব শেখ আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সরদার জাকির হোসেন, রবিন বসু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সাহিদা ইসলাম নয়ন, আঃ হাই গাজী, ইসমাইল হোসেন বাবলু প্রমুখ। সভায় আগামী ৫ ফেব্রয়ারী সকাল ১০টায় ফুলতলা বাসষ্টান্ডে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করা হয়। প্রসঙ্গতঃ খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাজার এলাকায় কোন স্প্রিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা কবলিত হয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হতাহত হচ্ছে।