বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ ও চেতনাকে হত্যা করা যাবে না -প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০১৭-০৮-১৫ - ২১:৩৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ ও চেতনাকে হত্যা করা যাবে না। তার কর্মময় জীবন সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে হবে। তিনি বাংলা ও বাংলার মাটি মানুষকে ভালোবাসতেন। তাই ঘাতকরা তাকে হত্যা করলেও তার নাম বাংলার মাটি থেকে আজও মুছে ফেলা যায়নি।

মঙ্গলবার বিকালে ফুলতলা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেছেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে এবং শহিদুল্লাহ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও মাশরুবা ফেরদৌস, এসিল্যান্ড নাসরিন আক্তার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, যুগ্ন সম্পাদক মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরিফ মোহাম্মদ শিপলু ভুইয়া, সাবেক চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম মন্টু, এস কে আলী ইয়াছিন, অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, এস এম ইসমাইল হোসেন বাবলু, আনছার বিশ্বাস, শাপলা সুলতানা লিলি, বেগম শামসুন্নাহার, আশরাফুল আলম কচি, রবিন বসু, রবিউল ইসলাম মোল্যা, ছাত্রলীগ নেতা মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম,  হুমায়ুন কবির, শেখ রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মোড়ল, আঃ সাত্তার মামুন, ফেরদৌস হোসেন বেলু, শেখ আঃ জলিল, বিজয়  কৃষ্ণ হালদার, প্রদ্যুৎ বিশ্বাস, নূর হোসেন, রমজান আলী মিন্টু প্রমুখ। পরে বিশেষ মোনাজাত ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।