বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব সবার

প্রকাশঃ ২০১৯-০৮-২৪ - ১৬:৪৩

ঢাকা অফিস : বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেশের সব মানুষের, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাদের নয় বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শনিবার, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত আলোচনাসভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের মালিকানা জনগণকে দিয়ে গেছেন। আজ যারা মুখে বঙ্গবন্ধুর নাম নিচ্ছে, তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। বঙ্গবন্ধু আজীবন জাতির পিতা হিসেবে সম্মান পাবেন। এ সময় তাঁর আদর্শকে ধরে রাখার আহ্বান জানান ড. কামাল।

তিনি আরও বলেন, একদিকে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে অনেকেই নিজেদের আখের গোছাচ্ছে। এটা বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে ঐক্য গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান ড. কামাল।