বটিয়াঘাটায় হতদরিদ্র পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

প্রকাশঃ ২০২০-১১-১৪ - ১৪:০০

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটায় স্বামী পরিত্যক্তা হতদরিদ্র পরিবারের সদস্যদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে একটি প্রভাবশালী মহল । ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের হাটবাটী এলাকায় । ভূক্তভোগী পরিবারের পক্ষে গত ১১ নভেম্বর ২০২০ তারিখে স্বামী পরিত্যক্তা হতদরিদ্র অর্চনা পাল বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ।
অভিযোগে জানা যায়, উপজেলার হাটবাটী এলাকার বিবাদী মৃত রশিক লাল মন্ডলের পুত্র নিমাই মন্ডল ও মৃত নকুল মন্ডলের পুত্র গৌর মন্ডল মিলে সংগীয় লোকজন নিয়ে আমার ও আমার পরিবারের সদস্যদের বাড়িতে যাতায়াতের পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে । পথের দাবীতে গ্ৰাম্য আদালতে দেঃ ৮০/১৮ মামলা দায়ের করে । উক্ত মামলায় ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল এর নির্দেশে ইউপি সদস্যা রমা মন্ডল ও ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম খান এবং ইউপি সদস্য কিশোর কুমার বিশ্বাস সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গত ১৩/১১/২০১৮তারিখে শুনানি শেষে ৬ ফুট যাতায়াতের পথ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । কিন্তু বর্তমানে ৬ ফুট যাতায়াতের পথ না ছেড়ে বিবাদীরা নানা ধরনের তালভায়না করে চলেছে । অন্যদিকে ভূক্তভোগী পরিবারটি বাড়িতে ঢুকার ও বের হবার পথ না পেয়ে কলেজ পড়ুয়া কন্যা, বোন ও পিতা মাতাকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে ।