বটিয়াঘাটার জলমায় ইউপি সদস্য দেবব্রত মল্লিক দেবুর উপহার সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৫-০২ - ১৭:৪০

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ১নং ওয়র্ডের ইউপি সদস্য দেবব্রত মল্লিক দেবু করোনায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পর্যায়ক্রমে দেড় শতাধিক মানুষের মাঝে বিতরণ করেছে। জলমা ইউনিয়নের ১নং ওয়র্ডে মোট জনসংখ্যা ৬ হাজার এবং পরিবারের সংখ্যা ৯শত ২৫টি। এর মধ্যে হতদরিদ্র ও মধ্যবিত্ত উপহার সামগ্রী পাওয়ার মত ৭শত ৫০টি পরিবার। যে সকল পরিবার উপহার সামগ্রী এখনো পায়নি তাদেরকে পর্য়ায়ক্রমে তালিকা করে দেওয়া হবে। এছাড়া উপজেলা আ’লীগের পক্ষ থেকে ২৩টি পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। অপরদিকে ড. প্রশান্ত কুমার রায়ের পক্ষ থেকে ২০টি পরিবারকে এবং বিশিষ্ট সমাজ সেবক নায়ন চন্দ্র গোলদারের পক্ষ থেকে ৬০টি পরিবারকে ২ শত টাকা প্রদান করা হয়। ইউপি সদস্য দেবব্রত মল্লিক দেবু বলেন, জনগন আমাকে ভোটে নির্বাচিত করে যে দায়িত্ব অর্পন করেছিলো আমি সার্বক্ষনিক ভাবে সেই দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমার প্রাপ্য বেতন ভাতার টাকার দিয়ে এলাকার মেধাবী শিক্ষার্থীদের বেতন, বই এবং শিক্ষা সামগ্রী অসচ্ছল পরিবারদের অর্থিক সহযোগীতা করে আসছি। আগামীতে প্রাপ্য বেতন ভাতা উত্তোলন করে উপহার সামগ্রী বঞ্চিত পরিবার গুলোর মাঝে বিতরণ করব। পাশাপাশি আমার এলাকায় যে সকল বিত্তবানেরা করোনায় কর্মহীনদের মাঝে নিজস্ব উদ্যোগে উপহার সামগ্রী বিতরন করছেন তাদের ধন্যবাদ জানাই।