বটিয়াঘাটার জলমায় ফণীর ছোবলে শহর রক্ষা ভেড়ীবাঁধ হুমকির মুখে

প্রকাশঃ ২০১৯-০৫-০৬ - ১৫:৪৮

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলায় ফণীর ফনায় ভংঙ্কর ছোবলে জলমা পুরাতন ফেরীঘাট সংলগ্ন শহর রক্ষা ভেড়ীবাঁধ হুমকির মুখে। কাজীবাছা নদীর খরস্রোতের তোড়ে শহর রক্ষা ভেড়িবাঁধে দুই তৃতীয়াংশ ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। জলমা ইউনিয়নের বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক আলহাজ্ব আসলাম তালুকদারের নিজেস্ব অর্থায়নে প্রায় লক্ষাধিক টাকার বাঁশ ও চালি দিয়ে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গত দুই দিন ধরে কাজ করে কোন রকম রক্ষা পেয়েছে জলমা ইউনিয়নে ২৯ টি গ্রাম ও শহরের গরুত্বপূর্ণ স্থাপনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, প্যানেল চেয়ারম্যান বিপ্রদাস টিকাদার কার্তিক, মহিলা ইউপি সদস্য তপতী বিশ্বাস, নারী নেত্রী মমতা মল্লিক, পঙ্কজ গোলদার সহ কৈয়া পানি ব্যবস্থপনা সমিতির সভাপতি অনন্ত কুমার রায়, সধারণ সম্পাদক দেবাশীষ রায়, কোষাধাক্ষ্য সুজয় মন্ডল,বিশ্বজিৎ মল্লিক প্রমূখ। এছাড়া খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান সহ পানি উন্নয়ন বোর্ড ও সমিতির কর্মকর্তা বৃন্দ। এলাকা বাসির সূত্রে যানা যায় শহর রক্ষা ভেড়ি বাঁধটি এ দুই যাবৎ সেচ্ছা শ্রমের মাধ্যমে সংস্কার করলেও এখনও পর্যন্ত শঙ্কামুক্ত হয়নি। অপর দিকে ফণীর ফনার আঘাত থেকে রক্ষা পেতে নদী উপকূলীয় লোকজন সাইক্লোন সেল্টারের বিভিন্ন ভবনে আশ্রয় নিলেও সরকারি ভাবে কোন খাবার সরবরাহ করে নাই বলে যানা যায়।  অন্যদিকে সরকারি ভাবে বরাদ্দ না হলেও ব্যক্তিগত অর্থায়নে বিশিষ্ট শিল্পপতি আসলাম তালুকদার  চিড়া ও গুড় ইত্যাদি খাবার ব্যবস্থা করেছে বলে জানায় স্থানীয় সাধারণ ভুক্ত ভোগী মানুষ। অপরদিকে উপজেলার নদী উপকুলে ঝুঁকিপূর্ণ  ভেড়ীবাঁধ গুলো মধ্যে শিয়ালীডাঙ্গা, বারোআড়িয়া, রায়পুর ঋষি বাড়ির মোড়, দ্বীপ-বরণপাড়া, বরইতলা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান। এ সময় এলাকাবাসী ঝুকিপূর্ণ ভেড়ীবাঁধগুলো রক্ষার্থে স্থায়ী সমাধান চেয়ে জোর দাবী জানান। এদিকে ফনীর ভংঙ্কর ছোবলে মল্লিকের মার্কেটে বাসন্তি ফার্মেসি ও আ’লীগ অফিসে টিনের চাল সহ উপজেলার প্রায় ৯৫০টি কাঁচা পাকা ঘর সম্পূর্ণ রুপে  ভেঙ্গে নষ্ট হয়ে গেছে বলে যানা যায়। এব্যাপারে  সংরক্ষিত মহিলা এমপি এ্যাড গ্লোরিয়া র্ঝরনা সরকার এ প্রতিবেদক জানান ফণীর আঘাতে ব্যাপক ক্ষতি না হওয়ায় সৃষ্টি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ফণীর আঘাত মোকাবেলায় প্রশাসন-বেসরকারী বিভিন্ন সংস্থা সহ দলীয় নেতাকর্মী ভূমিকা রাখায় তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং ফণির আঘাতে ক্ষতি গ্রস্থদের সরকারি ভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।