বটিয়াঘাটার মাদ্রক সম্রাট হুমায়ুন ইয়াবার চালানসহ সাতক্ষীরায় আটক

প্রকাশঃ ২০১৯-০৮-২৩ - ১৪:৪৪

তথ্য প্রতিবেদক: খুলনার বটিয়াঘাটার গাওঘরা গ্রামের মাদ্রক সম্্রাট হুমায়ুন বিশ্বাস(২৮) ইয়াবার চালানসহ পুলিশের হাতে আটক হলেও রাঘোব-বোয়ালরা রয়েছে ধরা-ছুয়ার বাইরে। সাতক্ষীরা জেলার আস্বাশুনি থানা পুলিশ তাকে বৃহস্পতিবার আটক করেছেন। এর আগেও সে বটিয়াঘাটা থানা পুলিশের হাতে আটক হয়। কিন্তু সেল্টারদাতারা রয়েছে ধরা-ছোয়ার বাইরে।
সূত্রে প্রকাশ, খুলনার বটিয়াঘাটার গাওঘরা গ্রামের একটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কতিপয় ব্যক্তির সেল্টারে দীর্ঘদিন যাবৎ দক্ষিণ অঞ্চলে মাদক বেচা-কেনা নিয়ন্ত্রণ করে আসছে, এমন অভিযোগ অনেকেরই। কিন্তু সেল্টারদাতারা স্থানীয় প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। ইয়াবার চালানসহ আটক হুমায়ুন বিশ্বাস গাওঘরা ওয়ার্ড মেম্বর মাসুদ বিশ্বাস অরফে বিএম মাসুদ রানার ভাইপো এবং মুন্নাফ বিশ্বাসের গাড়ি চালক। জামিনে বাহির হয়ে ওই সকল সেল্টারদাতাদের নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অন্যায়মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। অপ্রতিরোধ্য ভাবে চলতে থাকে মাদক ব্যবসা। জনশ্রুতি রয়েছে সেল্টারদাতাদের সাথে বটিয়াঘাটা থানা পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তাদের সাথে ওঠা-বাসা এবং গোপন আতাত থাকায় চক্রটি আবারও মাদক কারবার করছে দেধারছে। ফলে গোটা দক্ষিণ অঞ্চলে মাদক সাপ্লাই দেচ্ছে ওই চক্রটি। ইতিপূর্বে ওই চক্রটির কয়েকশ বোতল ফেন্সিডিল শরাফপুর খেয়াঘাটে আটক হয় এবং মেম্বর মাসুদ বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা হয়। ওই চক্রের অপর সদস্য জাহাঙ্গীর দফাদার পাঁচ শতাধিক ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়। অপর সদস্য হুমায়ুন বিশ্বাস মাদকসহ বটিয়াঘাটা থানা পুলিশের হাতে আটক হয়। এদিকে কতিপয় চুনোটুটি আটক হলেও তাদের সেল্টারদাতারা রয়েছে ধরা-ছোয়ার বাইরে । ফলে মাদক কারবারিরা অনাশয়ে তাদের কর্মকান্ড পরিচালনা করবে বলে সাধারণ মানুষ মনে করছে । বিশ্বাস্ত একটি সূত্র থেকে জানা যায়, দক্ষিণাঞ্চলের ওই সকল মাদকচক্র এবং তাদের সেল্টারদাতাদের একটি তালিকা র‌্যাব-৬ এর দপ্তরে পৌছায়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শ্রমিকনেতা বলেন, হুমায়ুন বিশ্বাস এলাকায় কোন ব্যক্তির গাড়ি চালক তা সবাাই জানা আছে। সে প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তারই সেল্টারে দেধারছে মাদক বেচাকেনা করে চলেছে। এবার অন্য জেলার অন্য থানার পুলিশ হওয়ায় সেল্টারদাতারা হুমায়ুনকে রক্ষা করতে পারিনি। তারপর তদবিরের চেষ্টা চালিছে বলে জানা যায়। আশ্বাসুনি থানার ওসি এই প্রতিবেদকে বলেন, মাদক ব্যবসায়ী হুমায়ুন বিশ্বাস’র বাড়ি বটিয়াঘাটা থানায়। অভিনব কায়দায় মাদক’র চালান নিয়ে যাওয়ার সময় ১৭০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। এদিকে হুমায়ুনের আটক সংবাদ পেয়ে মাক কারবারের ওই চক্রের অনেক সদস্য এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।