বটিয়াঘাটার শোলমারী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১০-২৫ - ২৩:০৭

বটিয়াঘাটা : নান্দনিক শৈল্পিক সৌন্দর্য্যে হাজার হাজার মানুষের উস্থিতিতে মহানগরীর কোল ঘেঁষে বহমান কিংবদন্তি বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা।  বুধবার দুপুরে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাটবাটী সার্ব্বজনীন কালীমন্দির পূজা কমিটির আয়োজনে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে এ নৌকাবাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। নৌকা বাইচ এ অঞ্চলের মানুষের আনন্দ উৎসবের মিলন ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করলেও বিগত দুই বছর যাবত নানান কারনে বন্ধ ছিল। এবছর বিকাল ৩ টায় বাইচ প্রতিযোগীতা শুরু হয়ে বিকাল সাড়ে ৫ টায় শেষ হয়। এবারের প্রতিযোগীতায় ১টি ফ্রিজ জিতে ১ম স্থান অধিকার করে সাতক্ষীরা জেলার আফসার সরকারের নৌকা। রানারআপ হিসেবে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন জিতে নেয় আশাশুনির নারায়ন সরকারের নৌকা। তৃতীয় স্থান অধিকার করে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন জিতে নেয় কমলেশ ম-লের নৌকা। উদ্বোধনী  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইন্দ্রজিৎ রায়। প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও দাকোপ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি মোজাম্মেল হক মামুন, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি আ’লীগ নেতা অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, আ’লীগ নেতা মৃন্ময় পাল, আ’লীগ নেতা মানস পাল প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।