বটিয়াঘাটার হাটবাড়িয়ায় বুজরত খতিয়ান খোলার সিদ্ধান্ত

প্রকাশঃ ২০১৯-০৬-১৫ - ১৬:২১

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার ১২ নং হাটবাড়িয়া (বড়) ও ১৬ নং হাঁতালবুনিয়া মৌজার ভূমি জরিপের নতুন করে বুজরত খতিয়ান খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা সহকারী সেটেলমেন্ট অধিদপ্তর। উক্ত জরিপ কার্যক্রমকে গতিশীল করতে আগামী ১৭ জুন সোমবার সকাল ১০ টায় স্থানীয় বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সকল জমির মালিকগনদের নিয়ে এক গনসচেতনা মূলক সভার আহব্বান করেছে। এ ব্যাপারে উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, উক্ত মৌজা ২টির নতুন জরিপ কার্যক্রম গতবছর থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে মৌজা ২টির জিও ডেটিক সীমানা পিলার স্থাপন, মৌজার বাউন্ডারী নির্ধারণ ও প্লট মাপের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামীতে মৌজা দুইটির ভূমির মালিকগনের বুজরত খতিয়ান খোলার কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে আগামী ১৭ জুন ভূমির সকল মালিকগনকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আহব্বন জানানো হয়েছে।