বটিয়াঘাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

প্রকাশঃ ২০২১-০২-২৩ - ১২:৪৩

বটিয়াঘাটা প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে। রবিবার দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি পর্যায় ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,অফিসার্স ক্লাব,থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ,উপজেলা প্রেসক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স,জাতীয়পার্টি,যুবলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন । বেলা ১১ টায় স্থানীয় উপজেলা অডিটরিয়ামে অমর ২১ এর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রাশেদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবীর,, অধ্যক্ষ অমিতেষ দাস, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিমচন্দ্র হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী,সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সম্পাদক দিলীপ হালদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,বীরমুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, শেখ হাদি উজ-জ্জামান হাদী, আলহাজ্ব আশিকুজ্জামান আশিক,জিএম মিলন গোলদার, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় ,বীরমুক্তিযোদ্ধা নির্মল অধিকারী, বীরমুক্তিযোদ্ধা প্রশান্ত গোলদার,প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, আনন্দ মোহন বিশ্বাস,অন্নদা শংকর রায়,শুভংকর মন্ডল, শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার ও সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল , আ’লীগ নেতা প্রদীপ বিশ্বাস, অনুপ গোলদার, গোবিন্দ মল্লিক, বিএম মাসুদ রানা, আলহাজ্ব আসলাম তালুকদার,অরিন্দম গোলদার,মিজানুর রহমান, হুমায়ুন কবীর, রিয়াজুল ইসলাম রিপন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ।