বটিয়াঘাটায় ঈদুল ফিতর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত

প্রকাশঃ ২০১৯-০৬-০৯ - ১৮:২৯

ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা থেকেঃ বটিয়াঘাটা উপজেলায় মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এ উপজেলা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সকল সম্প্রদায় মিলে ঈদুল ফিতর উৎসব পালন করেছে। ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগান কে সামনে রেখে এবং সাম্প্রদায়ীক সম্প্রতির উজ্জ্বল নিদর্শনকে আরো বেশী করে বন্ধন অটুট রাখতে হিন্দু মুসলিম একে অপরের ধর্মীয় উৎসবে শরীক হয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়েছে। অন্যদিকে ঈদের দিনে দুর্যোগ পূর্ণ আবহাওয়া থাকায় ঈদের পরের দিন থেকে বিনোদন কেন্দ্র গুলোতে উপছে পড়া ভিড় লক্ষ করা গেছে। বিশেষ করে উপজেলা সদরের শিশু পার্ক, গোপালখালী রির্সোস সেন্টার, মাথাভাঙ্গা শেখ রাসেল ইকোপার্ক, ভূতের আড্ডা পার্ক, স্বপ্নের সেতু রূপসা ব্রীজ এবং শৈলমারী ব্রীজের উপর দর্শনার্থীদের উপছে পড়া ভিড় দেখা গেছে। অপর দিকে জলমা ইউনিয়নে ৩৫টি ঈদ গাহ সহ উপজেলা কেন্দ্রীয় মস্জিদ, বালিয়াডাঙ্গা, সুরখালী, গঙ্গারামপুর, আমিরপুর,ভান্ডারকোর্টে বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজ আদায় করে একমাস ব্যাপী রমজানে রোজা রাখা ও সিয়াম সাধানায়রত সংযমী ধর্মপ্রাণ মুসল্লীগন। এ সময়ে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান ও থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির ঈদের নামাজ আদায় করে সকলের সাথে কুশল বিনিময় করেন। ঈদুলফিতর যাতে সুন্দর ভাবে উৎযাপিত হয় এবং কোন প্রকার নাশকতা না ঘটে সে জন্য আইন-শৃংঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির জানান ঈদুল ফিতর সুন্দর ও সার্থক করতে কোন প্রকার নাশকতা না ঘটে সেজন্য থানা পুলিশের টহলদল, বিভিন্ন ফাড়ি, ক্যাম্প, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, র‌্যাব সহ সকল মানুষের সহযোগীতা করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এব্যাপারে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান জানান, এ বছর ঈদুল ফিতর উৎসব সকলের সহযোগীতায় সুন্দর ভাবে উদযাপিত হয়েছে। আইন-শৃঙ্খলার কোন অবনতি ঘটায় সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি সংবাদকর্মী সহ সকল ধর্ম প্রাণ সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।