বটিয়াঘাটায় কষ্টি পাথরসহ গ্রেফতার ২

প্রকাশঃ ২০২০-০৫-১৮ - ২৩:৪৫

খুলনা অফিস : খুলনার বটিয়াঘাটা থেকে ৬০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরসহ দুই পাচারকারীকে  গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ৷ গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটার হাটবাটি গ্রামের সৈয়দ মোল্লা বাড়ির দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি কথিত কষ্টি পাথর কেনা-বেচা উদ্দেশ্যে একটি গ্রুপ অবস্থান করছে। আভিযানিক দলটি ১৭ মে বিকেলে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুর রহমান(৩০), পিতা-মৃত-আব্দুল খালেক ফকির ও অমলেন্দু বাছাড়(৩৫), পিতা-কালচাঁদ বাছাড় গ্রাম: হাটবাটি উপজেলা বটিয়াঘাটাদ্বয়কে আটক করে। আটককৃত হেফাজতে থাকা একটি কথিত কষ্টি পাথর উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা।

র‍্যাব-৬, খুলনার লিগ্যাল ও মিডিয়া অফিসার এএসপি মোঃ মাহবুব-উল-আলম জানান, আটক আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কষ্টি পাথর নিজ হেফাজতে রাখেন। আটককৃতদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।