বটিয়াঘাটায় কৃষি সমস্যা সমাধানের দাবীতে স্মারকলিপি প্রদান

প্রকাশঃ ২০১৯-০৫-১৫ - ১২:২৯

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলায় নানাবিধ কৃষি সমস্যা সমাধানে লোকজ মৈত্রী কৃষক ফেডারেশন ১৪ মে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান বরাবরে স্মারকলিপি প্রদান করে। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, কৃষক ফেডারেশনের সহসভাপতি মো: মুনসুর আলী শেখ, আশালতা ঢালী, সাধারণ সম্পাদক কাকন মল্লিক, কৃষ্ণপদ বিশ^াস, গোলাম হোসেন, তাপস মল্লিক, অমর রায়, অরুন বিশ^াস, দুলাল বিশ^াস, অমরী ম-ল, অঞ্জলী ম-ল, শংকরী সরকার, বাসুদেব ম-ল, স্বপন ফৌজদার, ত্রিপলী ম-ল, লোকজের সমন্বয়কারী পলাশ দাশ, মিলন কান্তি ম-ল, দিপংকর কবিরাজ প্রমুখ:। লিখিত স্মারকলিপিতে বটিয়াঘাটার স্থানীয় হাট বাজারে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অন্যায্যভাবে দুতরফা খাজনা আদায় বন্ধ, কাতিয়ানাংলা গেটের খালসহ বটিয়াঘাটার সকল নদী-খালের অবৈধ নেট-পাটা-কোমর ও বাঁধ অপসারণ, নোয়াইলতলা, হালিয়া, শিয়ালীডাংঙ্গাসহ বটিয়াঘাটার সকল ওয়াপদা বাঁধের ভিতর লবণ পানি ঢোকানো বন্ধ করে কৃষি উপযোগী পরিবেশ তৈরি, যুগোপযোগী নতুন স্লুইচ গেট স্থাপন এবং উপকূলীয় বেড়িবাঁধ উঁচু ও আধুনিকায়ন, ভরাটকৃত নদী-খাল খননসহ সকল মৌসুমে মিস্টি পানি ধারণ করে ফসল উৎপাদন নিশ্চিত, ক্রেতা বা ফড়িয়াদের সিন্ডিকেট বিলুপ্ত করে কৃষকদের ফসলের লাভজনক মূল্য নির্ধারণ, প্রকৃত কৃষকদের কৃষিভর্তুকি প্রদান করাসহ সরকারি সুযোগ সুবিধা প্রদানে প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার প্রদান, কৃষি ও সেচ কাজে পানি ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে স্থানীয় কৃষকের নিযন্ত্রনে রাখার ব্যবস্থা গ্রহণসহ ন্যয্যমূল্যে সার, বীজ ও কীটনাশক প্রদান এবং বীজ, সার ও কীটনাশক প্রতারণার বিরুদ্ধে ক্ষতিপুরণ আদায়ে সহযোগিতা প্রদানের দাবী জানানো হয়।