বটিয়াঘাটায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-০১-১৪ - ১৩:৪৩

বটিয়াঘাটা প্রতিনিধি : “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব বর্ষে কোভিক ১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরন করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃর্পক্ষ খুলনা জেলা শাখার যৌথ আয়োজনে বুধবার বেলা ১১ টায় স্থানীয় জ্যোতিষ্ক সম্মেলন কক্ষে খাদ্যের নিরাপত্তা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার এর স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন সরকার, খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা অসীম কুমার মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, অধ্যক্ষ আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল ও হাদীউজ্জামান হাদী, ইউপি সদস্য নুর আলম ভূঁইয়া, দোকান মালিক জয়ন্ত মন্ডল, লিটন ঘোষ, মৎস্যচাষী সুব্রত মন্ডল প্রমূখ।