বটিয়াঘাটায় জেলা আ’লীগের নবনির্বাচিতদের সম্বর্ধনা

প্রকাশঃ ২০২০-০১-২১ - ১০:৫১

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সাবেক বিরোধী দলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখনই সকল ধর্মের লোক শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে। জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিত সম্পন্ন মনোভাবের কারনে বাংলাদেশ দ্রুত উন্নতির শিখরে পৌছে যাচ্ছে। তিনি আরও বলেন, তারই সঠিক দিক নির্দেশনায় এ উপজেলায় ত্যাগী নেতাদেরকে মূল্যায়ীত করে জামাত বিএনপি পরিবারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিতাড়িত করে আ’লীগকে সুসংগঠিত করা হবে, গড়ে তোলা হবে পরিচ্ছন্ন একটি রাজনৈতিক পরিবেশ। তিনি সোমবার বিকাল ৩টায় বটিয়াঘাটা বাজার চত্তরে নাগরিক সম্বর্ধনা উদযাপন কমিটির আয়োজনে সম্বর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নাগরিক সম্বর্ধনা উদ্যাপন কমিটির আহবায়ক ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্বর্ধিত বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী। বীরমুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র বিশ্বাস ও জেলা সৈনিকলীগের সভাপতি এস এম ফরিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ কাজী বাদশাহ মিয়া, এ এফ এম মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আ’লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শেখ আফজাল হোসেন, শিল্পপতি প্রফুল্ল্য কুমার রায়, জেলা আ’লীগের সাবেক সদস্য শোভা রাণী হালদার, জয়ন্তী রাণী সরদার, জেলা মহিলা আ’লীগের সভাপতি জাহানারা শহীদ, সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, চেয়ারম্যান শেখ হাদি-উ-জামান হাদী, জলাম আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ভাইস- চেয়ারম্যান গৌরপদ বাছাড়, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, ভগবতী গোলদার, অধ্যক্ষ অমিতেষ দাস, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, কাঞ্জিলাল মল্লিক, তপন কুমার বিশ্বাস, অন্নদাশংকর রায়, জেলা যুবলীগ নেতা সরদার জাকির আসাদুজ্জামান রিয়াজ , জলিল তালুকদার, শেখ রাসেল কবীর, জামিল খান, গোলাম মোস্তফা মুন্সী, মুশিবুর রহমান, রবীন্দ্রনাথ সরকার, বিবেক বিশ্বাস, এস এম শাহাবুদ্দিন, পাপিয়া সরোয়ার, যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, মাহফুজুর রহমান সোহাগ, তালিউর রহমান সানি, হুমায়ুন কবীর মনি,বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, সুবীর মল্লিক, বিপ্লব মল্লিক, নজরুল ইসলাম খান, তাপস জোয়র্দ্দার, জেলা ছাত্রলীগ নেতা দ্বীপ পান্ডে বিশ্ব, চিস্তি নাজমুল, শেখ আল আমীন, মহিদুল ইসলাম সনেট, সুজিৎ রায়, মহিলা আ’লীগ নেত্রী রেহানা আফরোজা শোভা, ইকরাম হোসেন, বিজয় টিকাদার, হিরন্ময় রায়, মনারুল ইসলাম, অলোক মল্লিক, শহীদুল ইসলাম, আবু মুসা, শিমুল গাজী, বি এম আব্দুল হাই, গাজী রুবেল, জয়দেব রায়, ধ্রুব বৈরাগী, রথিন রায়, রিপন রায়, পরাগ রায় প্রমুখ। অনুষ্ঠানে সম্বর্ধিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।