বটিয়াঘাটায় টেন্ডার সিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশঃ ২০২০-০১-২৯ - ১৯:১৩

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন নিলাম টেন্ডার ড্রপিংয়ের দিনে কতিপয় উশৃংখল যুবক কর্তৃক প্রকৃত টেন্ডার দাতাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়ে টেন্ডার সিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দরপত্রের ১০ জন সিডিউল গ্রহণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলা প্রশাসক সহ সরকারের বিভিন্ন দপ্তরে একাধীক অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে প্রকাশ, গত ২৮ শে জানুয়ারী বটিয়াঘাটা উপজেলার বিরাট, রনজিতেরহুলা, গোয়ালঘাটা ও জলমা-কচুবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন ভবন নিলাম দরপত্র অনুষ্ঠিত হয়। দরপত্র গ্রহীতা ১০টি প্রতিষ্ঠানের স্বত্বাধীকারীরা ঐ দিন নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র জমা দিতে গেলে স্থানীয় কতিপয় উশৃংখল যুবক ভয়ভীতি দেখিয়ে দরপত্রের সিডিউল ছিনিয়ে নেয়। উক্ত উশৃংখল যুবকদের অফিস পাড়ায় সর্বক্ষণ সরকারদলীয় লোকজন হিসেবে নিজেদের জাহির করে বেড়ায়। তারা দরপত্রের সিডিউল গ্রহীতা প্রতিষ্ঠানের স্বত্বধঅকারীদের সমঝোতার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে দরপত্র কেড়ে নেয়। এ বিষয়ে প্রতিকার পেতে ১০টি ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরবর্তীতে বটিয়াঘাটার সকল দরপত্র জেলা প্রশাসক খুলনা এর কার্যালয়ে রক্ষিত টেন্ডার বক্সে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা সহ উক্ত ঘটনার পূণ: টেন্ডার বা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।