বটিয়াঘাটায় দলিত জনগোষ্ঠীর উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-০১-২৩ - ১৭:৪২

বিজ্ঞপ্তি : স্বেচ্ছাসেবী সংস্থা শারি, লোকজ, হিউম্যানিটিওয়াচ ও বাংলাদেশ দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরামের যৌথ আয়োজনে দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণে রাষ্ট্রের করণীয় শীর্ষক এক নাগরিক সংলাপ বটিয়াঘাটায় অনুষ্ঠিত। লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্ত্বে আজ বৃহস্পতিবার উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইসচেয়ারম্যান চপলা মন্ডল বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোরঞ্জন ম-ল, শারির প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু, হিউম্যানিটিওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, মনোরঞ্জন ম-ল, মনোরঞ্জন অধিকারী, পঞ্চান্নন ম-ল, রবীন্দ্র নাথ ম-ল, প্রল্লাদ জোদ্দার, রিংটন ম-ল, দিপ্তী রায়, লোকমান হোসেন, তুষার দাশ, মিলন দাস এবং জয়দেব দাসসহ সংলাপে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা দলিত সম্প্রদায়ের মানবেতর জীবনাবস্থা ও এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নে রাষ্ট্রীয় করণীয় বিষয়ে আলোচনা করেন। সংলাপে বক্তারা দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণের জন্য ভূমিহীন দলিত জনগোষ্ঠীর জন্য খাস জমির বন্দোবস্ত করা, পানীয় জলের সংকট মোকাবিলায় দলিতদের জন্য গভীর নলকুপ স্থাপনের উদ্যোগ গ্রহণ, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবস্থা করা, সরকারি সেবা বা ভাতাসমূহে দলিতদের জন্য বিশেষ কোটা প্রদান, পিছিয়ে পড়া দলিত ছেলে মেয়েদের বিশেষ শিক্ষা বৃত্তি প্রদানসহ আগামী আদমশুমারীতে দলিতদের পেশাভিত্তিক স্বীকৃতি প্রদান করার আহ্বান জানান।