বটিয়াঘাটায় নতুন এসিল্যান্ড রাশেদুজ্জামান যোগদান করায় জনমনে স্বস্তি

প্রকাশঃ ২০১৯-১২-২১ - ১৬:২৬

মহিদুল ইসলাম (শাহীন), বটিয়াঘাটা : দির্ঘদিন পর স্হায়ী ভাবে বটিয়াঘাটা উপজেলা নতুন সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাশেদুজ্জামান গত সপ্তাহে যোগদান করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। খুলনা শহরের পাশেই বটিয়াঘাটা উপজেলা অবস্থিত। এই উপজেলার মধ্যদিয়ে রুপসা সেতুর বিশ্ব রোড অতিক্রম করায় দিনে দিনে বটিয়াঘাটার জমির দাম বেড়ে দিগুন, এমন কি ৩/৪ গুন বেড়ে গেছে। শহরে বিভিন্ন এলাকার লোকজন এখানে একখন্ড জমি কিনে বসবাস করতে শুরু করেছে। এমন জন গুরুত্বপূর্ণ স্হানে স্হায়ী ভাবে এসিল্যান্ড না থাকায় বেশ কিছু দিন যাবৎ জমি বেচাকেনার সংকট সৃষ্টি হয়েছে। প্রায় দেড় মাস আগে বটিয়াঘাটার সাবেক এসিল্যান্ড মোঃ দেলোয়ার হোসেন পদোন্নতি নিয়ে বাগেরহাটে বদলি হলে এই পদটি শুন্য হয়ে যায়। নতুন অফিসার যোগদান করায় মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। সাচিবুনিয়ার জাকারিয়া বলেন, আমার নামপত্তনের কাজ প্রায় শেষের পথে ঐ অফিসের সার্ভেয়ার কাওছার আহম্মেদ, কানুনগো মাহমুদ হাসান, অফিস সহকারী নাছিম সাহেব তারা সবাই বেশ আন্তরিক ভাবে আমার কাজ করেছে তবে নতুন এসিল্যান্ডের সাথে কথা বলে মনে হলো হাস্যজ্জল,বেশ ভালো মানুষ, আশা করি উপজেলা বাসি শতভাগ সেবা পাবে। কৈয়া বাজারের পরিতোষ ও অশোক বলেন,আমরা স্যারের সাথে অল্প একটু কথা বলেছি আলাপ শুনে মনে হচ্ছে তিনি খুব ভালো মানুষ তবে তারা আরও বলেন কোন রকম যেন জালিয়াতির খপ্পরে না পড়েন। সার্বিক বিষয় সহকারী কমিশনার( ভুমি) মোঃ রাশেদুজ্জামান বলেন, আমি এসেছি এখানে জনগনের সেবক হিসাবে। জনসেবা করাই আমার মুল লক্ষ্য। তবে কোন ধরনের দালাল চক্রের স্থান আমার অফিসে থাকবেনা। যার কাজ তিনিই আসবেন তাড়াতাড়ি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমিও চেষ্টা করবো আপনাদের শতভাগ সেবা প্রদান করতে। আমি ইতি মধ্যে খোজ নিয়ে জেনেছি এই উপজেলার মাননীয় হুইপ স্যার,উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়,এমনকি আমার ইউএনও স্যার তারা অত্যান্ত সৎ প্রকৃতির মানুষ তাদের পাশে থেকে মানুষের শতভাগ সেবা দিবো এটা কঠিন কিছু না। ০১৯২৪২০৩৪০৭/০১৭১৭০১০৭৮১