বটিয়াঘাটায় নির্মিত হচ্ছে বিনোদনের শিক্ষা মূলক মিনি পার্ক  

প্রকাশঃ ২০১৯-০২-১৪ - ২১:২৬

বটিয়াঘাটা প্রতিনিধি : অচিরেই বটিয়াঘাটা উপজেলার সৌন্দয্য বৃদ্ধি ও শিক্ষা মূলক চিত্ত বিনোদনের লক্ষ্যে কোমলমতি শিশুদের বিভিন্ন জাতীয় পশু-পাখির সাথে পরিচিতি ও শিক্ষা গ্রহণের জন্য নির্মিত হচ্ছে বিনোদনের মিনি পার্ক। উপজেলায় খোজ খবর নিয়ে জানা গেছে, চিত্তবিনোদনের জন্য কোন শিক্ষা মূলক পার্ক  না থাকায় উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধূরী এ পার্ক নির্মানের সিন্ধান্ত গ্রহণ করেন। সিন্ধান্ত মোতাবেক বিসিক শিল্পনগরী সাতক্ষীরা জেলার পান্ডে ফাইবার ইন্ডাট্রিজ  এর সত্ত্বধিকারী সুরেশ পান্ডের নিকট থেকে এ সকল বিনোদন সামগ্রী ক্রয় করেছেন বলে জানা যায়। উক্ত- মিনি পার্কটি নির্মিত হলে একদিকে যেমন, উপজেলার সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে কোলমমতি শিশুদের শিক্ষা মূলক বিনোদনের খোরাক পূরণ হবে। উপজেলা পরিষদের সামনে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক মিনি পার্কটির স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।পার্কটি সাজাতে পান্ডে ফাইবার ইন্ডাট্রিজ প্রতিষ্ঠানটি শিক্ষাই জাতির মেরুদন্ড এ কথাটি বাস্তবে রূপদান দিতে ব্যাঙকে পন্ডিত ও শিক্ষাগুরু হিসাবে স্থাপন করা হবে বলে জানা যায়। এতে কোমলমতি শিশুরা তাদের শিক্ষা গুরুর প্রতি শ্রদ্ধা ও সম্মান করা শিখবে। পাশাপাশি শিক্ষাই জাতির মেরুদন্ড হিসাবে বিভিন্ন ধরনে শিক্ষা গ্রহণ করবে। এছাড়া জাতীয় পশু-পাখির পরিচিতি লাভ করবে। সে জন্য জাতীয় পাখি দোয়েল, জাতীয় পশু বাঘ, জাতীয় ফুল শাপলা সহ হরিণ, বক, খরগোশ ইত্যাদির ভাস্কার্য স্থাপন করা হবে। ঐ সকল ভাস্কার্য গ্রণহ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, দৈনিক পূর্বাঞ্চলের স্টার্ফ রির্পোটার মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, চেয়ারম্যান হাদী-উজ-জামান হাদী, সাংবাদিক পরিতোষ, সাংবাদিক  এড, প্রশান্ত বিশ্বাস, প্রমূখ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধূরী বলেন, বর্তমান এ উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিশুদের বিনোদনের জন্য কোন মিনি পার্ক না থাকায় শিক্ষা মূলক এ পার্কটি স্থাপন করা হচ্ছে। বিভিন্ন জাতীয় দিবসে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ কারনে দিবসগুলি প্রাণবন্ত হয়। এ পার্কটির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ও দর্শনথীদের বিনোদনের খোরাকের পাশাপাশি শিক্ষা গ্রহন করতে পারবে।