বটিয়াঘাটায় পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-১১-০৫ - ২০:৩১

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় হাটবাটী হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। মূখ্য আলোচক খুলনা দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. এস, এম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রাত্তান উপ-পরিচালক পংকোজ কুমার মজুমদার, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, হাটবাটী হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মানস পাল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ঈমান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান, দীপন কুমার হালদার, জীবনানন্দ রায়, দীপংকর মন্ডল, আব্দুল হাই, মিহির কুমার বৈরাগী, রমেন্দ্রনাথ গাইন, বিষাদ সিন্ধু, মোস্তাফিজুর রহমান, শিউলি বিশ্বাস, ইলোর আক্তার, কৃষ্ণ পদ বিশ্বাস, পিন্টু মল্লিক, প্রতাপ বালা, রাজীব বিশ্বাস, ইউপি সদস্য মোঃ আলম ভূঁইয়া, ইউপি সদস্যা বিউটি মন্ডল, রমা মন্ডল সহ শত শত কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।