বটিয়াঘাটায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশঃ ২০১৯-০৬-২২ - ১৪:৩৬

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা: প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠান শনিবার সরকারি জলমা চক্রাখালী স্কুলে অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান এনভাইরণমেন্ট অ্যান্ড লাইভ্লীহুড্ প্রমোশন সোসাইটি (হেলপস্) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়। সমাপণী দিনে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের দৈনন্দিন জীবনের ঘটনাপ্রবাহকে তুলে ধরার জন্য সামাজিক সচেতনতামূলক নাটক “আমরা উড়াব বিজয় নিশান” মঞ্চস্থ হয়। স্বাগত বক্তব্য রাখেন হেলপস্ এর নির্বাহী পরিচালক গৌতম মন্ডল। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অমিত সমাদ্দার, ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবৃন্দ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিধান কুমার মন্ডল, প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস প্রমুখ। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।