বটিয়াঘাটায় প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

প্রকাশঃ ২০১৮-১০-২০ - ১৭:৫৫

বটিয়াঘাটা প্রতিনিধি : সকলকে অশ্রুসিক্ত করে টানা পাঁচ দিন ব্যাপি মর্তে পিত্রালয় থেকে দোলায় করে কৈলাশে যাত্রা করলেন দেবীদূর্গা। গত শুক্রবার মহাবিজয়ার দিনে দর্পন বিসর্জনের সাথে সাথে বটিয়াঘাটা উপজেলার মাতৃভক্ত কূলবধু ও নারীরা উলুধ্বনি, শক্সখধ্বনি ও সিদূঁর খেলার মাধ্যমে অশ্রুসিক্ত করে দেবীদূর্গাকে বিদায় জানায় । এ সময় ঢাঁক-ঢোল,সাঁনাই, উলু ও শক্সখধ্বনিতে হিন্দু অধ্যূষিত গোটা উপজেলা প্রকম্পিত হয়ে ওঠে। তৈরী হয় এক অন্য এক উপজেলায়। এবার সব মিলিয়ে এ উপজেলায় সার্ব্বজনীন ও ব্যাক্তিগত ১২৩ টি পূজা মন্ডপে শারদীয় দুগাঁ পূজা অনুষ্ঠিত হয়েছে। দেবীদূর্গার আগমনকে ঘিরে শুরু থেকেই শারদীয়া পূজাকে প্রানবন্ত করতে সনাতন ধর্মাবলম্বীরা ৫দিন ব্যাপী নানান অনুষ্ঠান মালার আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল ধর্মীয় যাত্রাপালা, সাংস্কৃতিক সন্ধ্যা,আরতী সহ নৃত্য প্রতিযোগীতা, উলুধ্বনি, শক্সখধ্বনি প্রতিযোগীতা, ভাগবত ও চন্ডিপাঠ প্রতিযোগিতার আয়োজন। নানান আয়োজনকে সমাপ্ত করে মহাবিজয়ার দিনে মা দূর্গাদেবী বাবার বাড়ি মর্ত্ত্যলোক থেকে কৈলাশে ফিরে যান। মায়ের এই যাত্রাকে স্মরণীয় করে রাখতে ভক্তানুরাগী মায়েরা অশ্রুসিক্ত করে সিঁদুর খেলতে খেলতে মন্ডপে মন্ডপে অন্য এক উৎসবে পরিণত করে। এবার উপজেলার মধ্যে সর্ববৃহৎ মেলা অনুষ্ঠিত হয়েছে জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। তাছাড়া বটিয়াঘাটা বাজর সদর, পার-বটিয়াঘাটা ও ছয়ঘরিয়া মন্ডপে অনুরূপ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান আর্কষন ছিলো নাগর দোলা, বাহারী রকমের মিষ্টি, চটপটি, কসমেটিকস্ ও কারুশিল্পের দোকান। জাতীয় নির্বাচনের পূর্ব মুর্হতে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় নাশকতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সাবক্ষণিক মনিটারিং কন্ট্রোল রুম নিয়ন্ত্রনের মাধ্যমে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার,এস,এম শফিউল্লাহ,উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চেীধুরী, ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শেখ হাদি উজ-জামান হাদি,ইউপি চেয়ারম্যান,আলহাজ্ব আশিকুজ্জমান আশিক সহ আইন শৃংক্সখলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। শুধু তাই নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা পূজামন্ডপ পারিদর্শন,ভক্তদের সাথে কুশল বিনিময় ও অনুদান প্রদান করেন।