বটিয়াঘাটায় বারআড়িয়া পোস্ট মাস্টারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রকাশঃ ২০২০-০১-২৯ - ২০:৫৮

মহিদুল ইসলাম শাহিন, বটিয়াঘাটা : উপজেলার বারআড়িয়া পোস্ট মাস্টার মিহির কান্তি গোলদারের বিরুদ্ধে পোষ্ট ই-সেন্টারের নামে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। বাংলাদেশ ডাক বিভাগের পিএমজি,ডেপুটি জেনারেল ও খুলনা দূর্নীতি দমন কমিশন বরাবর সম্প্রতি ৩ গ্রামবাসী এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা জায়,বাংলাদেশ ডাক বিভাগের পোষ্ট ই-সেন্টার হতে গ্রামঞ্চলের সাধারন জনগন পোস্ট অফিসের সেবা থেকে বঞ্চিত। সূত্রে প্রকাশ,গা-গ্রামের অধিকাংশ পোষ্ট অফিসের পোষ্ট ই-সেন্টার নামে সরকার সাধারণ জনগণের জন্য যে সেবা গুলি নিশ্চিত করেন সেগুলো হলো কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার প্রিডিং, কম্পিউটার কম্পোজ, ফটোকপি প্রিন্ট, ই- মেইল সেবা, ইন্টারনেট ব্রাউজিং, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ইন্টারনেটের মাধ্যমে ভর্তি ও চাকরির আবেদন সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই ডাক বিভাগের পোষ্ট ই- সেন্টার সেবা থেকে। অথচ এই পোস্ট অফিসে তেমন কোন সেবা জনগণ পাচ্ছেনা। অভিযোগ রয়েছে অধিকাংশ পোষ্ট অফিসের কতিপয় কিছু পোষ্ট মাষ্টার তাদের ব্যক্তি স্বার্থের জন্য সাধারণ জনগণের সেই সব সেবা দেয়না। শুধু তাইনা পোষ্ট মাষ্টার তাদের নিজস্ব ব্যক্তিদের নাম ঠিকানা দিয়ে উদ্যোক্তা পদে নিয়োগ দিয়ে ডাক বিভাগের উক্ত সম্পদ/মালামাল নিজেদের কাজে ব্যবহার করে থাকেন বলে একাধিক অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, ডাক বিভাগের মানি অর্ডার,মোবাইল ব্যাংক কিং এর কথা থাকলেও এখন আর ঐ সকল কতিপয় দূর্নীবাজ পোষ্ট মাষ্টার মিহির গোলদার মানি অর্ডার করেনা। মানি অর্ডার নাকরে নিজেই বিকাশ,ডাচ বাংলা মোবাইল ব্যাংককিং ও টেলিটক এর মাধ্যমে ব্যবসা করে চলেছেন। ডাক বিভাগের প্রত্যকটি ডাক ঘরের জন্য সরকারের নিজস্ব জায়গা থাকার কথা থাকলেও সম্পত্তির অভাবে গ্রামাঞ্চলের অধিকাংশ ডাক বিভাগ গুলো ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে মুদি দোকান ও বাসা বাড়িতে। তেমনি বারআড়িয়া পোষ্ট অফিসটি একটি মুদি দোকানের ভিতর অবস্থিত। আর এই কারণে সাধারণ মানুষ ডাক সেবা থেকে বন্চিত হচ্ছে। ফলে সরকার উক্ত পোষ্ট অফিস থেকে প্রতিমাসে হাজার হাজার টাকা রাজস্ব থেকে বন্চিত হচ্ছে। ডাক বিভাগের কতিপয় কিছু দূর্নীতিবাজ পোস্ট মাষ্টারের দায়িত্ব অবহেলার কারনেই ডাক বিভাগের ভাবমুর্তী নষ্টের কারনেই এসকল পোষ্ট মাস্টার। অভিযোগ রয়েছে এই দূর্নীবাজ পোষ্ট মাস্টার সরকারি মালামাল নিজের ছেলে ও নিজেদের ব্যাবসার কাজে ব্যবহার করে থাকে। এ বিষয় মিহির গোলদারের কাছে জানতে চেয়ে ফোন দিলে তিনি ফোন রিছিপ করেননি। এলাকা বাসি অনিয়ম কারি পোস্ট মাষ্টারের বিরুদ্ধে তদন্ত পুর্বক শাস্তি মুলক ব্যবস্হা গ্রহনের জোর দাবি জানান।