বটিয়াঘাটায় বারোআড়িয়া হাটের জায়গায় বিল্ডিং নির্মান

প্রকাশঃ ২০২০-০২-০৮ - ১৭:০৪

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বারোআড়িয়া বাজারে মন্দিরের পিছনে সরকারি পেরিফেরি জায়গা ও পুকুরের পথ বন্দ করে অবৈধ ভাবে বিশাল আলিশান ভবন নির্মান করছে বাজরের বাসিন্দা ডা: অসিত বরন। তাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে এক যুবলীগ নেতা ও স্হানীয় এক স্কুল শিক্ষক। অবৈধভাবে সরকারি জায়গায় ভবন নির্মান কারির বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন পুর্বক কাজ বন্ধ করার জন্য বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মিলন কান্তি মল্লিক গত ৫ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, তার পিতা জীবিত থাকা কালিন এলাকায় অনেক সামাজিক উন্নয়ন মূলক কাজ করেছেন। যেমন বারোআড়িয়া পুলিশ ক্যাম্পের জমি দান, হাট-বাজারে বিভিন্ন খেয়াঘাট পাকা করণ, ট্রলার ঘাট,বৃক্ষ রোপন এবং হাটের ব্যবসায়ী ও হাটে আসা মানুষের সুবিধা ও চলাচলের জন্য বাজার সংলগ্ন তাদের নামীয় সম্পত্তিতে পুকুর খনন করে পাকা ঘাট নির্মান করে দেন। কিন্তু সম্প্রতি অসিত বরন মন্ডল উক্ত রাস্তাটি দখলকরে জোর পূর্বক বালু ভরাট করে পাকা বাড়ীঘর নির্মান করছেন।ফলে হাট-বাজারে আসা ব্যবসায়ী ও মানুষ উক্ত পুকুরের রাস্তাটি আর ব্যবহার করতে পারছেনা, তাছাড়া সরকারি পেরিফেরির জায়গা দখল করে কয়েক রুম বিশিষ্ট ঘর তৈরি করছে। দখলকারী ডাঃ অসিত বলেন, আমরা বহু দিন যাবৎ ঐ জায়গায় বসবাস করছি তাছাড়া ঐখানে আমাদের রেকর্ডীয় জমি আছে। এবিষয় স্হানীয় মেম্বর জাহিদুর রহমান বলেন, জায়গাটা সম্পুর্ন সরকারি পেরিফেরি জায়গা তবে ঐ বাজারে সবাই তো পাকা ইমারত করে বসে আছে কিন্তু অন্যায় হচ্ছে পুকুরে যাওয়ার রাস্তা বন্ধ করায়। অভিযোগ কারি জরুরি ভিত্তিতে তদন্ত পূর্বক কাজ বদ্ধসহ দখলকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।