বটিয়াঘাটায় বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত ৪

প্রকাশঃ ২০২১-০১-১৫ - ১২:৩৭

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার খুলনা-চালনা মহাসড়কের ওভার ব্রীজ বালুর মাঠ সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সামনে একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী গুরুত্বর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে। পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার গল্লামারী থেকে চালনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঢাকা মেট্রো জ-১১-১৭২২ শাওন সোহান এক্সক্লুসিভ নামের একটি যাত্রীবাহী বাস উপজেলার শৈলমারী ব্রীজ সংলগ্ন বালুরমাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেঁড়ে আসা জনৈক রাসেল ফকিরের যাত্রীবাহী ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ইজিবাইকে থাকা অসুস্থ্য রুগী অমলেন্দু পাল (৫৫) ও তাঁর স্ত্রী উষা বিশ্বাস (৪৫) এবং তাঁর পুত্র অনুপম মন্ডল (৩৫) সহ ইজিবাইক চালক ইজিবাইক চালক রাসেল ফকির (৪০) গুরুত্বর আহত হয়। অমলেন্দু পালের স্ত্রী উষা রানী এবং পুত্র অনুপম মন্ডলকে খুমেক হাসপাতালে ভর্তি করে। ভর্তির পর অমলেন্দু বিশ্বাসের অবস্থার অবনতি ঘটলে তাঁকো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের অবস্থা সংকাটাপন্ন বলে জানা গেছে। তবে ঘাতক বাস মালিক ও ড্রাইভার পঞ্চানন মন্ডল এবং ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়েছে এবং দুর্ঘটনায় বিদ্ধস্থ ইজিবাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।