বটিয়াঘাটায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

প্রকাশঃ ২০২১-০৪-০৮ - ১৭:৪৭

বটিয়াঘাটা প্রতিনিধিঃ “কৃষিই সমৃদ্ধ জরিপ-১/২০২০-২০২১ অর্থ বছরে উফশী আউশ উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তক কৃষকদের চাষাবাদে সহায়তা প্রণোদনের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অয়োজনে স্থানীয় ডিএই কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্ত্তী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে কমলেশ বিশ্বাস, মিহির কুমার বৈরাগী, সরদার আব্দুল মান্নান, কৃষ্ণ পদ বৈরাগী, আব্দুল হাই খান, মুস্তাফিজুর রহমান, কৃষক হানিফ হাওলাদার, দুলাল ফরাজী, আসাদ শিকদার, সুমন রায়, সোহেল খান প্রমূখ। প্রণোদনা হিসেবে উপজেলায় ৪ শত কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএফপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।