বটিয়াঘাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশঃ ২০১৯-০৬-১২ - ১৪:৩১

বিজ্ঞপ্তি : বায়ু দুষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যত গড়ি এই ম্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটায় লোকজের উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০১৯। মিজরিও-জার্মানী আর্থিক সহায়তায় আজ বুধবার বটিয়াঘাটা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোকজের নির্বাহী পলিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্ব এবং সমন্বয়কারী পলাশ দাশের সঞ্চালায় অনুষ্ঠিত পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান দিপ্তী রাণী মল্লিক, মুক্তিযোদ্ধা এস এম দেলোয়ার হোসেন, কবিরাজ আউয়ুব আলী হালদার এবং লোকজের সিনিয়র প্রোগ্রাম অফিসার মিলন কান্তি মন্ডল প্রমুখ:।
আলোচনা সভায় বক্তরা পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সম্পদের ভোগ ও উপভোগ যাতে পৃথিবীর প্রাণশক্তিকে ক্ষতিগ্রস্থ না করে এবং প্রকৃতিকে বিরূপ করে না তোলে, সে জন্য এলাকাবাসীকে সচেতন করতেই পরিবেশ দিবসের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচকরা বলেন, অগণিত মানুষের অনেক স্বপ্ন পূরণের জন্য রয়েছে একটি মাত্র পৃথিবী। তাই এ পৃথিবীকে লালন করতে হবে অনেক যতে্ন পৃথিবীর প্রতিবেশব্যবস্থা এখন সংকটের মুখোমুখি। প্রকৃতির ওপর কৃত্রিম উপকরণ ও অনুপযোগী প্রযুক্তির অত্যধিক প্রয়োগ, বিজ্ঞানের অপব্যবহার, অপরিণামদর্শী উন্নয়ন কর্মকান্ড এবং যথেচ্ছ প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পৃথিবী ক্রমশ নিঃস্ব হয়ে পড়ছে। এখন সময় এসেছে লাগাম টেনে ধরার। এই ধরণীকে রক্ষা করতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকে বছরে পাঁচটি করে গাছ লাগানোর অঙ্গিকার ব্যক্ত করেন।