বটিয়াঘাটায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

প্রকাশঃ ২০১৯-০৮-২৩ - ১৯:৩৮

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম উৎসব মূখর পরিবেশে পালন করতে পারছে। ধর্ম নিয়ে কোথাও কোন হানাহানি নেই। এ এক অনন্য দৃষ্টান্ত। ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজ থেকে সকল অপরাধ প্রবনতা দুর হয়। তিনি শুক্রবার বিকাল ৩ টায় বটিয়াঘাটা বাজার সার্ব্বজনীন রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উদযাপন কমিটির সভাপতি সুখদেব সাহা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি এড. নব কুমার চক্রবর্তী, ডাঃ তারিনী কান্ত মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, হুইপ তনয় সহকারি শিক্ষক পল্লব কুমার বিশ্বাস রিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, অবঃ সহকারি পুলিশ সুপার নিখিল রঞ্জন মন্ডল, প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, সোনালী বিশ্বাস,এড. সুশিল গোলদার, সহকারি শিক্ষক সুমঙ্গল রায়, সহকারী শিক্ষক ত্রিবেনী মন্ডল, ব্যাংক কর্মকর্তা চিত্রা বিশ্বাস ও কার্তিক রায়, সমাজ সেবক পিয়াস মন্ডল, সাবেক ছাত্রনেতা শান্তনু মন্ডল ছুটুল, সাংবাদিক আহসান কবির, পরিতোষ রায়, শাওন হাওলাদার, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, পলাশ সরকার, অলোক মল্লিক, উজ্জ্বল দত্ত, যুবলীগ নেতা দেবু বালা, কুটি সাহা, অতুল সাহা, প্রমথেশ বিশ্বাস, ডাঃ সুমিত্রা বিশ্বাস, বিউটি বিশ্বাস, সুইটি বৈরাগী, প্রিংয়ঙ্কা মিস্ত্রী, অরিত্র ঘোষ,শ্রীজা ঘোষ, সূর্য মন্ডল, ধৈর্য মন্ডল প্রমূখ। অন্যদিকে বেলা ১১ টায় অনুরূপ এক র‌্যালি জগৎমাতা মন্দির কমিটির উদ্যোগে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, অবঃ অধ্যাঃ বিজয় কৃষ্ণ রায়, এড. প্রশান্ত বিশ্বাস প্রমূখ। অপরদিকে চক্রাখালী গৌড়িয় গৌর নিতাই সেবাশ্রম ও শাচিবুনিয়া মাতৃসংঘের উদ্যোগে বেলা ১২ টায় খুলনা চালনা সড়কের উপর দিয়ে অনুরূপ এক র‌্যালি বের করে । র‌্যালিতে উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, বীরমুক্তিযোদ্ধা বিনয় সরকার, গোবিন্দ মল্লিক,রাজ কুমার রায়, বিধান হালদার, সুশিল মল্লিক, সুবির মল্লিক, প্রদীপ টিকাদার, অনুপ গোলদার, পার্থ রায় মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন। সকল অনুষ্ঠানে ভক্তিমুলক গান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। অন্যদিকে হোগলবুনিয়া গোপাল স্মৃতি মন্দির কমিটি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আয়োজনে এক আলোচনা সভা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান, থানার ওসি রবিউল কবির, জেলা আ’লীগের ভাঃ সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, ট্রাষ্টি আ’লীগনেতা এড. নিমাই রায়, আইন বিষয়ক সম্পাদক এড. নবকুমার চক্রবর্তী, মহানগর সদর আ’লীগের সভাপতি এড. সাইফুল ইসলাম, আ’লীগ নেতা পিপি এড. ইকবাল হোসেন,আরএমও ডাঃ বাপ্পি রায় প্রমূখ। এছাড়াও ফুলতলা নর-নারায়ণ মঠ ও সহ ব্যাক্তিগত উদ্যোগে লক্ষ¥ীখোলা ঐতিহ্যবাহী ঘোষ বাড়ির রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুরূপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমতলা সার্ব্বজনিন পূজা মন্দির কমিটির উদ্যোগে এসময় হুইপ পঞ্চানন বিশ্বাসের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।