বটিয়াঘাটায় ভূমি অফিস দালাল নির্মূলে ভ্রাম্যমান আদালত অব্যহত

প্রকাশঃ ২০২০-০৯-২৩ - ১৮:৫৭

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : উপজেলা ভূমি অফিস ও জলমা তহশীল অফিসে দালাল বাটপার নির্মূলে হোয়াইট ওয়াশ হিসাবে গত কয়েক দিন ধরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করলে ও মূল দালাল বাটপাররা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। কারন হিসেবে এলাকায় ভূক্তভোগী ও সচেতন মহল দাবী করছে যে, মূল দালাল বাটপারদের সাথে রয়েছে ওই সকল অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সখ্যতা। যে কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা ভূমি অফিস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকলেও দালাল বাটপাররা অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের চায়ের দোকানে অথবা সিসি ক্যামেরাকে ফাঁকি দিয়ে অফিসের ভিতরে প্রকশ্যে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে নয় ছয় কাজ সহজে করে দিচ্ছে। অথচ একজন সাধারণ নাগরিক তার ন্যায্য কাজ মাসের পর মাস ঘুরে চপ্পলের তলা খুইয়ে শুধু তারিখের পর তারিখ নিয়ে বাড়ী ফিরছেন। এছাড়া সাধারণ মানুষকে ভূমি কর্মকর্তার অজান্তেই নাম ভাঙিয়ে খতিয়ানে ভিপি আছে, আর এস জরিপের দাগ খতিয়ান নেই স্যার স্বাক্ষর করেছন না বলে মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে। ঘুষের টাকা দিতে পারলে কাজ হচ্ছে। না দিতে পারলে অফিসকে ভুল বুঝায়ে নামপত্তন কেস খারিজ দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মোট কথা দালাল বাটপার ছাড়া কোন কাজ হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক এ প্রতিবেদকে জানান, দালাল বাটপারদের কারণে জলমা তহশীল অফিসে আমারা যারা প্রকৃত জমির মালিক তারা কোন কাজ করতে পারছি না। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান জানান, আপনারা স্থানীয় লোকজন জানেন কারা দালাল। আপনারা আমাদের সাথে সহযোগীতা করে তালিকা প্রস্তূত করে দিন। আমারা অবশ্যই ব্যবস্তা নেব। ইতিমধ্যে ভূমি অফিসের দালাল নির্মূল করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত রয়েছে। আসা করি অচিরেই ভূমি অফিস দালাল মুক্ত হবে।