বটিয়াঘাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশঃ ২০২০-০৪-০৩ - ১৬:৪৫

খুলনা অফিস : খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা বাজারে গতকাল বৃহস্পতিবার ১ টি জুয়েলার্স দোকান ও ১টি পোশাকের দোকানে ভ্রাম্যমান আদালত মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাশেদুজ্জামান। এছাড়া জয়পুর, ভান্ডারকোট সহ অন্যান্য বাজার এলাকার জনসাধারণ হোম কোয়ারেন্টাইন মেনে চলছে কিনা তার তদারকি, জনগণের চলাচল সীমিতকরণ, বাজার মনিটরিং করা হয় । ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহোযোগীতা করেন ক্যাপ্টেন সাকিব ও তার দল। অপরদিকে আজ শুক্রবার গল্লামারী এলাকায় যৌক্তিক কারণ ছাড়া অহেতুক বাজারে ঘোরাঘুরি করায় বাংলাদেশ দন্ডবিধির ২৬৯ ধারায় এবং বেশি দামে পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এ ভ্রাম্যমান আদালতে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।