বটিয়াঘাটায় মস্তকবিহীন লাশের মস্তক উদ্ধার

প্রকাশঃ ২০১৯-০৮-২১ - ১৯:১৯

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের জয়পুর এলাকায় ভ্যানচালক মোঃ রাশেদুল ইসলাম গাজী(১৭) মস্তকবিহীন লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মাথায় তার দেহের গলা সহ মস্তক উদ্ধার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।  বুধবার সকাল ৯ টায় তদন্তকারী কর্মকর্তা এস,আই আহম্মেদ কবীর এলাকাবাসীর সহযোগতীয় উক্ত মাথা উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের পিতা হালিম গাজী বাদী হয়ে গত ২০ আগস্ট মঙ্গলবার অজ্ঞাত নামা ব্যাক্তিদের আসামী করে ১১ নং মামলা দায়ের করেছে। এলাকাবাসী জানান নিহত রাশেদুল ইসলামের প্রকৃত বাড়ি জোড়শিং গ্রামে। ২০০৯ সালে ঘুর্ণিঝড় আয়লার পরে তার পিতা আব্দুল হালিম গাজী স্ব-পরিবারে কয়রা থেকে এসে জয়পুর এলাকায় বসবাস করছেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার আমীরপুর ইউনিয়নের জয়পুর এলকার হালিম গাজীর পুত্র শহিদুল ইসলাম গাজী গত ১৯ আগস্ট প্রতিদিনের ন্যায় সকালে ভ্যান নিয়ে বের হয়। সেই থেকে সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোজাখুজির পর এক পর্যায়ে তার মস্তকবিহীন মরদেহ এলাকাবাসি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবীর সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তার মস্তক বিহীন মরদেহ নিজ গ্রামের কালিপদ মাস্টারের পুকুর পাড়ে বাগানের ভিতর থেকে গলা কাটা ও মস্তক বিহীন লাশ উদ্ধার করে। বুধবার সকালে আমীরপুরের নিজগ্রাম এলাকার জনৈক আমীর হামজার সিরিজ বাগানের পাশের ডোবা থেকে উক্ত কাঁটা মাথা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কোন আসামী আটক হয়নি।