বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদা আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

প্রকাশঃ ২০২০-০২-২২ - ২০:৪৫

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্য্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদ বেদিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংস্কৃতিক সংগঠন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, এসিল্যান্ড মোঃ রাশেদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙিকম হালদার, কৃষি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অমিত কান্তি সমাদ্দার, উপজেলা আ’লীগের সম্পাদক দিলীপ হালদার সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। পরে দিবসের প্রত্যুষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে প্রভাত ফেরী শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকমন্ডলী, শিক্ষক ও শিক্ষার্থী সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।