বটিয়াঘাটায় লটারীর মাধ্যমে কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের উদ্যোগ

প্রকাশঃ ২০১৯-১২-০৩ - ১৫:১৬

মহিদুল ইসলাম শাহীন, বটিয়াঘাটা : “গুদামে গুদামে কৃষকের ধান-বাঁচে কৃষক বাঁচে প্রাণ। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই শ্লোগনকে সামনে রেখে ২০১৯-২০ অর্থ মৌসুমের অভ্যান্তরীণ আমন ধান সংগ্রহ ও ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারী উপজেলা খাদ্য শষ্য সংগ্রহ মনিটরিং কমিটির আয়োজনে এক সভা মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় বিআরডিবি হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ জিয়াউর রহমান, বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার কৃষিবীদ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, গোডাউন কর্মকর্তা অসীম কুমার মন্ডল, সাংবাদিক মনিরুজ্জামান, মহিদুল ইসলাম শাহীন, শাওন হাওলাদার, ইমরান হোসেন, ইউপি সদস্য ও মিল মালিক সমিতির সভাপতি খান নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ, গোডাউনের এএসআই ফিরোজ আহম্মেদ, ইন্সপেক্টর মল্লিক শরীফুল হাসান, অনুজ কুমার ঢালী, গোলাম ফারুক, শক্তিপদ কর্মকার প্রমুখ। এ সময় সাত ইউনিয়নের মোট ১৮ হাজার ৮শত ৮৬ জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ২ হাজার ৯ শত ৪৫ জনকে নির্বাচন করা হয়। নির্বাচিত কৃষকদের নিকট থেকে জনপ্রতি ১২মন ধান ক্রয় করা হবে। প্রতিমন ধানের মূল্য ১ হাজার ৪০ টাকা দরে চলতি বছরে ১৪ শত ১৪ মেট্রিক টন ধান ক্রয় করবে গোডাউন কর্তৃপক্ষ।